অধ্যক্ষ

মোঃ ইয়াহিয়াউল হক জমাদার

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)

প্রথমেই আমি অন্তরের অন্তস্থল থেকে ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণি এবং ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে ভর্তিকৃত প্রিয় শিক্ষার্থীবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। জীবনে বড় হওয়ার জন্য প্রয়োজন স্বপ্ন কারণ স্বপ্নই মানুষকে তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছার পথ সুগম করে দেয়।
পাথরাজ সরকারি কলেজ বোদা উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাকালীন সময়ের সুদীর্ঘ পথ পরিক্রমায় যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষা-দীক্ষায়, জ্ঞান ভিত্তিক সমাজ ও সংস্কৃতির বিকাশে এবং একাডেমিক ফলাফলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি।
কোন জাতির সামগ্রিক উন্নয়নের পূর্বশর্ত হলো মান সম্মত শিক্ষা, আর এ শিক্ষা প্রদানের মহান দায়িত্বটি যথার্থভাবে পালন করে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। একটি আদর্শ প্রতিষ্ঠানের সে সব গুণ অর্থাৎ মানব জীবনের শুভ ও কল্যাণকর বোধ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দেওয়ার যোগ্যতা সম্পন্ন শিক্ষকমন্ডলী, আধুনিক শিক্ষা উপকরণ, একুশ শতকের অসম প্রতিযোগিতাপূর্ণ পৃথিবীতে বিজয়ী হওয়ার মত শিক্ষা সহায়ক পরিবেশ পাথরাজ সরকারি কলেজে সবই বিদ্যমান। শিক্ষা সহায়ক পরিবেশ কাজে লাগিয়ে এ কলেজের ছাত্র ও শিক্ষক মন্ডলী প্রতিষ্ঠানটিকে ইতোমধ্যেই একটি আধুনিক ও স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসাবে প্রমান করতে পেরেছেন। ভবিষ্যতেও এ প্রতিষ্ঠানের অগ্রযাত্রা অক্ষুন্ন রাখার ব্যাপারে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ।
আমি প্রত্যাশা করছি যে, তথ্য প্রযুক্তির বর্তমানযুগে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এই কলেজে উচ্চ মাধ্যমিক ও ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীরা গতিশীল ভূমিকা রাখবে।
নবাগত শিক্ষার্থীরা তাদের মানবিকতাবোধে সমৃদ্ধ হোক এই আশাবাদ ব্যক্ত করে তাদের জীবনের সার্বিক কল্যাণ কামনা করছি।